বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চিত সংক্রান্ত বিষয় জাতীয় সংসদে উত্থাপন
 
																
								
							
                                - আপডেট সময় : ০৮:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
ক্ষতিকর প্লাস্টিক অপসারণ, যানবাহনে এলইডি লাইটের ব্যবহার বন্ধ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চিত সংক্রান্ত বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ বিষয় জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
বিকেল ৫টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন সংসদ সদস্যরা। এসময় বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়ার উপযুক্ত পরিবেশ নেই বলে বক্তব্য তুলে ধরেন। তিনি এ বিষয়ে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া, ট্রেনে ঢিল ছোড়া বন্ধে ব্যবস্থা নেয়া এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন নিষিদ্ধ ও দূর্ঘটনা রোধে যানবাহনে রাতের বেলা যথেচ্ছভাবে এলইডি লাইট ব্যবহারের বিষয়টি সংসদে উত্থাপন করেন সংসদ সদস্যরা।

 
																			 
																		



















