বিশ্বকাপ মিশনে বুধবার ইংল্যান্ডের বিপক্ষ মাঠে নামবে বাংলাদেশ

- আপডেট সময় : ০৯:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বিশ্বকাপ মিশনে টিকে থাকার লড়াইয়ে বুধবার ইংল্যান্ডের বিপক্ষ মাঠে নামবে বাংলাদেশ। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে নাঠে নামবে মাহমুদউল্লাহ বাহিনী। পেস বোলিং কোচ ওটিস গিবসন, একাদশ সাজাবেন কন্ডিশন দেখে।
হঠাৎ অনুশীলনের ভেন্যু পরিবর্তন। ভ্রমণ ক্লান্তি আর টানা ম্যাচ। তাই আবুধাবিতে অনুশীলন না করে, টাইগাররা ওয়ার্ম আপ করে আইসিসির স্পোটস একাডেমির মাঠে।
টিম মিটিংয়ের পর অনুশীলনে মনোযোগ সাকিব-মাহমুদউল্লাহরা। গা গরমের রেশ নিয়ে বোলিং-ব্যাটিং-ফিল্ডিয়ের কসরতে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। তবে, সেখানে মঙ্গলবার আলাদাভাবে নজর কাড়ে লিটন দাস। যোগ্য সার্পোটই দিলেন ওটিস গিবসন।
শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে দল। তাই কৌশলী হতে পরিবর্তন আসতে পারে একাদশে। পেস বোলার যুক্ত হচ্ছেন কিনা? উত্তর দিলেন ওটিস গিবসন।
টি-টুয়েন্টিতে এবারই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। তাই বাজিমাত করে সবাইকে চমকে দেয়ার অপেক্ষায় মাহমুদউল্লাহর দল।
দিনের আলোর অনুশীলন সারে বাংলাদেশ, সেখানেই সন্ধ্যায় অনুশীলনে ইংল্যান্ড। টানা দু’ম্যাচ জিতে সেমির পথটা মসৃণ করতে চায় দলটি।