বিশ্বকাপ ক্রিকেট জয়ে রাজশাহীতে উৎসবের আমেজ

- আপডেট সময় : ০৫:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ইয়ং টাইগারদের বিশ্বকাপ ক্রিকেট জয়ে সারাদেশে চলছে উৎসবের আমেজ। আকবরের নিজ বাড়ী- রংপুরে চলছে ক্রিকেটপ্রেমীদের বাধভাঙ্গা উচ্ছ্বাস। উৎসবের কমতি নেই পদ্মা পাড়ের জেলা রাজশাহীতেও।
যুব ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। যুবদের ঐতিহাসিক এ বিজয়ের আনন্দে ভাসছে পদ্মাপাড়ের রাজশাহী। রাতেই নগরীর সাহেব বাজারসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছেন ক্রিকেট ভক্তরা। যুব টাইগারদের অগণিত সমর্থক খণ্ড-খণ্ড মিছিল নিয়ে শহরের শহীদ কামারুজ্জামান চত্বর, নিউমার্কেট, রাণীবাজার, গণকপাড়া হয়ে সাহেব বাজার জিরোপয়েন্টে গিয়ে মূল আনন্দ মিছিলে যুক্ত হয়। বিজয় মিছিলটি এখান থেকে শুরু হয়ে কুমারপাড়া ও আলুপট্টি স্বাধীনতা চত্বরসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘বাংলাদেশ’-‘বাংলাদেশ’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে আশপাশের এলাকা।
অনুর্ধ-১৯ বিশ্বকাপ জয়ে আনন্দে ভাসছে রংপুর। ঘরের ছেলে আকবরের নেতৃত্বে এ জয়ে খুশি রংপুরের মানুষ। জয় নিশ্চিত হবার পর থেকেই আনন্দ উল্লাসে উৎসবের নগরীতে পরিনত হয় রংপুর। পাড়া-মহল্লায় বের করা হয় আনন্দ মিছিল। উল্লাসের পাশাপাশি জয়ের ধারা অব্যাহত রাখতে খেলোয়ালদের প্রতি আহবান জানান উচ্ছসিত মানুষ।