বিশ্বকাপ আয়োজনে ব্র্যাড হগের পরামর্শ

- আপডেট সময় : ০৭:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আগামী ১৮ অক্টোবর প্রিলিমিনারি রাউন্ড আর ২৪ অক্টোবর সিডনিতে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ মূল পর্বের। করোনার কারণে এবারের বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা রয়েছে । তবে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে পরামর্শ দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা স্পিনার ব্র্যাড হগ।
সামাজিক মাধ্যম টুইটারে এক ভিডিও বার্তায় ব্র্যাড হগ জানান, লকডাউন দীর্ঘস্থায়ী হলেও অস্ট্রেলিয়ায় নেওয়া যাবে ক্রিকেটারদের। আর ‘পরিকল্পনা অনুযায়ী সময়মতো টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারবে। তিনি বলেন, বেশিরভাগ আন্তর্জাতিক ক্রিকেটার এখন লকডাউনে আছে। এই সময়ে তারা ভ্রমণ করতে পারবে না। তাদের সবাইকে বিশেষ ব্যবস্থায় দেড় মাস আগে অস্ট্রেলিয়ায় নিয়ে আসা হবে। বাণিজ্যিক ফ্লাইট চালু না থাকায়, সেক্ষেত্রে উড়োজাহাজ ভাড়া করার প্রস্তাব দেন তিনি। তবে আগে সব খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার করোনা পরীক্ষা করতে হবে। ফলাফল নেগেটিভ হলেই তারা অস্ট্রেলিয়ায় আসতে পারবে।
অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করার কথাও বলেছেন ব্র্যাড হগ। এরপর সবাইকে আবার পরীক্ষা করা হবে। তাতেও ফল ভালো আসলে তখন অনুশীলন করতে পারবে এবং বিশ্বকাপেও অংশ নিতে পারবে।