বিশ্বকাপে দেশের ছোট ছোট ছেলেরা বুক চিতিয়ে লড়াই করছে : পাপন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ১৮৯৬ বার পড়া হয়েছে
যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, আগামী চার বছরের মধ্যে শুধু ফুটবল নয়, অন্যান্য খেলাধুলাসহ বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে সবার সাথে লড়াই করবো।
দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪” খেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, এবারের বিশ্বকাপ ক্রিকেটে দেশের ছোট ছোট ছেলেরা বুক চিতিয়ে লড়াই করছে। হারলেও, একদিন লড়াই করে জয়ী হওয়ার আশাও ব্যাক্ত করেন তিনি। এসময় কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পৌর মেয়র মাহমুদ পারভেজ উপস্থিত ছিলেন।