বিশিষ্ট শিল্পপতি এম এ হাসেম আর নেই

- আপডেট সময় : ০২:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দেশের শীর্ষ সারির শিল্পপতি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাশেম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনা আক্রান্ত হয়ে গতরাত সোয়া ১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। নোয়াখালীর এই কৃতি সন্তান মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এস এ পরিবহন, এসএ টিভি এবং এস এ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ। এক শোক বার্তায় তিনি বলেন, এম এ হাশেম একজন সফল উদ্যোক্তা হিসেবে দেশের ব্যবসা বাণিজ্য এবং শিল্প উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। দেশের অন্যতম সফল এই ব্যবসায়ী।
দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাশেমের হাসোজ্জ্বল এই ছবি আজ শুধুই ছবি।স্বজন, শুভানুধ্যায়ীদের দোয়া এবং চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গতরাত সোয়া ১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। স্বজনরা জানান ‘কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর সাবেক এই এমপিকে গেলো ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৬ ডিসেম্বর তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়।’
তামাক ও ভোগ্য পণ্যের ব্যবসা দিয়ে শুরু করে দেশের শীর্ষ ব্যবসায়ীর কাতারে উঠে আসেন এই শিল্পপতি। পারটেক্স গ্রুপের মাধ্যমে তিনি নেতৃত্ব দিয়েছেন ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ট্রেডিংসহ বহু প্রতিষ্ঠানে। ড্যানিশ কনডেন্সড মিল্কের মাধ্যমে দেশে তিনিই প্রথম কনডেন্সড মিল্ক কারখানা গড়ে তোলেন।
শিল্পপতি এম এ হাশেম ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন। সব চেষ্টা ব্যর্থ করে নোয়াখালীর এই কৃতি সন্তান পাড়ি জমালেন না ফেরার দেশে।