বিরোধী দল অংশ না নিলে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না : তুর্কি রাষ্ট্রদূত

- আপডেট সময় : ০২:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে বিরোধী দল নির্বাচনে অংশ না নিলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন, ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, সিজিএস আয়োজিত মিট দ্যা অ্যাম্বাসেডর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তুরস্কের রাষ্ট্রদূত বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য এখনই বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ শুরু করা দরকার। এসময় আওয়ামী লীগ, বিএনপিসহ সব রাজবৈতিক দলই নির্বাচনে অংশ নেবে বলে আশা করেন তিনি। মুস্তাফা ওসমান তুরান বলেন, সরকারের একার পক্ষে নির্বাচনের সব সমস্যার সমাধান সম্ভব নয়। বিরোধী দলগুলোকেও এগিয়ে আসতে হবে। আলোচনার টেবিলে বসতে হবে নির্বাচনকে সফল করার জন্য। বাংলাদেশ তুরস্ক থেকে ড্রোন ও এপিসি কিনছে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। সেনা ও বিমান বাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গেও তুরস্ক সহযোগিতা বাড়াবে বলে জানান তিনি।