বিরোধীমতের ওপর চলমান দমন পীড়নের ঘটনা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
বিরোধীমতের ওপর চলমান দমন পীড়নের ঘটনা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে বলেও দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সকালে ঢাকা রিপোর্ট ইউনিটিতে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রেব ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়া এসব ঘটনার সাক্ষী।
এতে বক্তারা বলেন, বিনা চিকিৎসায় বিএনপি চেয়ারপার্সনের কোন ক্ষতি হলে এর দায় সরকারকে নিতে হবে। সময় ক্ষেপন না করে দ্রুত খালেদা জিয়া কে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে সরকারের কাছে দাবি জানান তারা। বিএনপি নেতারা বলেন,সরকারের তাবেদারি করতে গিয়ে রাষ্ট্রীয় দুটি বাহিনী আজ বিতর্কিত হয়েছে। প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীকে জনগনের কাতারে এসে দাঁড়ানোর আহবান জানান বক্তারা।