বিরোধীদের মূল রাজনীতি সরকারের দোষারোপ করা : কাদের
 
																
								
							
                                - আপডেট সময় : ০৪:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮১৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিরোধীদের মূল রাজনীতি সরকারে দোষারোপ করা। এখনও মার্কিন দূতাবাসের কাছে মানবাধিকারের বিষয় নালিশ করতে যায় মঈন খান। তাদের জগাখিচুরি সমমনা জোট কোথায় এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে জিতে গেল এটা পাগলের প্রলাপ। ২৮ অক্টোবরের ঘটনায় বিএনপি নেতারা গ্রেপ্তার হয়েছিল, তারা অপরাধ না করলে পালিয়ে গেল কেন। নির্বাচন করার জন্য বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হয়নি। বিরোধীরা সহিংস তৎপরতা করলে প্রতিহত করা হবে। স্থানীয় সরকার নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবে না বলেও জানান ওবায়দুল কাদের। মেট্রোরেলে ত্রুটিমুক্ত করারও চিন্তা আছে বলেও জানান তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বারবার সংঘর্ষর ঘটনা পুনরাবৃত্তি রোধে লাগাম টানার বিষয়ে যা করা দরকার তাও করা হবে বলে হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের।

 
																			 
																		
























