বিরতিহীনভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা গণতন্ত্র মঞ্চের
- আপডেট সময় : ০৬:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ২০৭১ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে ডাকা গণতন্ত্র মঞ্চের সমাবেশ পুলিশী বাধায় বুধবার পণ্ড হয়ে যায়। লাঠিচার্জে আহত হন দলের শীর্ষ নেতাসহ অনেকে। তারই প্রতিবাদে নিন্দা জানিয়ে রাজধানীর তোপখানায় সংবাদ সম্মেলন ডাকে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র প্রতিষ্ঠায় কোন কিছুই বাধ সাধবে না জানিয়ে বিরতিহীনভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না।
দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এতে জোটের বহু নেতাকর্মীসহ আহত হন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তার প্রতিবাদ জানাতেই রাজধানীর তোপখানা রোডে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন জোটের সিনিয়র নেতারা। জড়িত পুলিশদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানায় গণতন্ত্র মঞ্চের মুখপাত্র সাইফুল হক। কোন ধরণের নিপীড়নে সরকারের বিরুদ্ধে আন্দোলন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি। গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানান মান্না।
























