বিমান-লঞ্চ-ট্রেন আর রেস্টুরেন্টে করোনার টিকা কার্ড দেখানো বাধ্যতামূলক

- আপডেট সময় : ০৮:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বিমান, লঞ্চ ও ট্রেনে উঠতে এবং রেস্টুরেন্টে যেতে করোনার টিকা কার্ড দেখানো বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করা হচ্ছে। ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা অন্তত এক ডোজ টিকা না নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না। এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে একথা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ওমিক্রন নিয়ে বিশেষ আলোচনা হয়েছে, বাধ্যতামূলক টিকা গ্রহনে বিভিন্ন নির্দেশনার কথাও জানান তিনি।
স্কুল-কলেজে যেতে ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিতে হবে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।
এছাড়া, মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে পাকিস্তান থেকে দুটি কন্টেইনার জাহাজ কেনার সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।