বিমান বিধ্বস্তে শোক জানিয়ে শোক বইয়ে আলজেরিয়ার মন্ত্রীর স্বাক্ষর

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
রাজধানীর মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে আলজেরিয়া সরকার। বহু মানুষের মৃত্যুর ঘটনায় গত বৃহস্পতিবার আলজেরিয়ার বাংলাদেশ দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করেছেন মুজাহিদীন ও অধিকার রক্ষাকারী মন্ত্রী এম. ঈদ রেবিগা।
শোক বইতে স্বাক্ষর করতে এসে রেবিগা বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং আলজেরিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আমাদের আন্তরিক সমবেদনা এবং গভীর সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি।
তিনি তার বার্তায় লেখেন, বাংলাদেশের প্রজাতন্ত্রের সঙ্গে আলজেরিয়ার সংহতি প্রকাশ করছে, এবং আলজেরিয়া নিশ্চিত যে বাংলাদেশি জনগণ এই বেদনাদায়ক অগ্নিপরীক্ষার প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হবে। (