বিমান বাহিনী আন্তঃঘাঁটি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
বাংলাদেশ বিমান বাহিনী আন্তঃঘাঁটি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২০ বৃহস্পতিবার বঙ্গবন্ধু ঘাঁটির খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার চূড়ান্ত দিনে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন। এতে বিমান বাহিনীর ৭টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি দল ১১টি স্বর্ণ, ৭টি রুপা ও ৬টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। আর বঙ্গবন্ধু ঘাঁটি দল ৫টি স্বর্ণ, ৪টি রুপা ও ৬টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার্স আপ হয়েছে। অনুষ্ঠানে বিমান বাহিনীর উর্ধতন কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।