বিমানখাতে ইতোমধ্যে বড় ধরনের একটি বিপ্লব হয়েছে: এম মাহবুব আলী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
বিমানখাতে ইতোমধ্যে বড় ধরনের একটি বিপ্লব হয়েছে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী।
সকালে নোয়াখালির চরশুলুকিয়া বিমান বন্দরের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। বিমানবন্দর স্থাপনের মাধ্যমে নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণের চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জাবেদ আহমেদ, নোয়াখালী-৬ সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানসহ অনেকেই।