বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বিদেশ ফেরতরা হোম কোয়ারেন্টাইনে

- আপডেট সময় : ০৬:১৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বিদেশ ফেরতদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাদের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি তাদের সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন সিভিল সার্জনরা।
মানিকগঞ্জে ২৫৪ জন প্রবাসীর মাঝে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া না গেলেও সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে সদর হাসপাতালে ১৭ বেডের আইসোলেশন ইউনিট তৈরি রাখা হয়েছে। এছাড়াও প্রস্তুত আছে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট।
ঝিনাইদহে ইতালী ও চীনসহ বিভিন্ন দেশ থেকে ফেরত ৩৬ জন প্রবাসীসহ ১শ’ ৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলার এবং আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
কুমিল্লায় করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এ পর্যন্ত ১৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। কোয়ারেন্টাইনে নিয়মিত তাদেরকে মনিটর করা হচ্ছে বলেও জানান তিনি।
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর- বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশী পাসপোর্টধারীরা ফিরতে শুরু করেছে। বিশেষ ভিসাধারী ছাড়া এ মুহুর্তে কাউকেই ভারতে যেতে দেয়া হচ্ছে না। গত ১৭ জানুয়ারী থেকে এ পর্যন্ত বেনাপোলে ১ লক্ষ ৯৩ হাজার পাসপোর্টধারী যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক যুবককে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষা করতে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আইইডিসিআরের একটি প্রতিনিধি দলের আসার কথা রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা ৪৮ প্রবাসীর মধ্য থেকে ৪ জনকে কুয়েত-মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ওই ৪ ব্যক্তির সংস্পর্শে থাকা আরও ৪জনকে পৃথকভাবে রাখা হয়েছে বলে জানান গাজীপুরের সিভিল সার্জন।
আপস:
মৌলভীবাজারে বিদেশ ফেরৎ ৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্বপ্রস্তুতি হিসেবে জেলার ৪টি হাসপাতালে ১১৬টি বেড প্রস্তুত রাখা হয়েছে।
ময়মনসিংহে করোনাভাইরাস সন্দেহে বিদেশ ফেরত ১১ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা না দিলেও বাড়তি সতর্কতা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাদেরকে হোম কোয়ারেন্টাইনে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন।
গোপালগঞ্জে ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো ২২ ব্যক্তিসহ মোট ৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলার সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ জানান, বিদেশ ফেরত ব্যক্তিদের সম্পর্কে খোঁজখবর নেয়ার পর এই ৩৩ জনের সন্ধান মেলে।
এছাড়া মুন্সীগঞ্জ, গাইবান্ধা,যশোর ও সাভারেও করোনা প্রতিরোধে নেয়া হয়েছে প্রয়োজনীয় কর্মসূচি।