বিভিন্ন দাবিতে পাবনা, লালমনিরহাট ও সাতক্ষীরায় মানববন্ধন

- আপডেট সময় : ০৬:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বিভিন্ন দাবিতে পাবনা, লালমনিরহাট ও সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে।
পাবনার বেড়ায় হুরাসাগর নদী খননের নামে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। দুপুরে নদীর পাড়ে ভূমি রক্ষা কমিটির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্ষতিগ্রস্থরা জানান, নদীতে রয়েছে কয়েক হাজার কৃষকের মালিকানাধীন জমি। ফসলি জমির মাটি না কাটতে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন তারা।
লালমনিরহাটের আদিতমারী মসজিদের এক বৃদ্ধ ঈমামকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে আন্দোলনে নেমেছে গ্রামবাসী। দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে একটি গণপিটিশন দেন তারা। এর আগে ডিসি ও এসপি অফিসের সামনে অবস্থান নিয়ে ইমামের মুক্তি দাবি করে গ্রামবাসী।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতের ঘোজাডাঙ্গায় পন্যবাহী ট্রাকে চাঁদা দাবির প্রতিবাদে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে বিভিন্ন সংগঠনের নেতারা এতে বক্তব্য দেন। বন্দরের ৮টি সংগঠন এই আন্দোলনের সাথে সংহতি জানায়।