বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি

- আপডেট সময় : ০৭:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৮৪২ বার পড়া হয়েছে
ঘোষিত বেতন স্কেলের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার, বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ নানা দাবিতে বিভিন্ন জেলায় শোভাযাত্রা করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি। ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তারা নিয়োগ, পদোন্নতিসহ বেশ কয়েকটি দাবিতে এ কর্মসুচি ঘোষণা করে।
আপস….স্থগিতাদেশ প্রত্যাহার, নিয়োগ-পদোন্নতি বেতন-ভাতা পরিশোধের দাবিতে ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। পরে, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ঝালকাঠিতে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি। এ সময় উপস্থিত ছিলেন সমিতির জেলা শাখার সভাপতি মো. আবুল বাশার ও সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ সংগঠনের নেতারা।
মাদারীপুরেও ইউনিয়ন ভুমি কর্মকর্তাদের বকেয়া বেতনভাতার দাবিতে সকালে মানববন্ধন হয়েছে। পরে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের মাধ্যমে ভুমি সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।এ সময় জেলা শাখা সভাপতি সুজন মাঝিসহ সমিতির অন্যরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানসহ মানববন্ধন করেছেন ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তারা। এসময় বেতন স্কেল স্থগিতাদেশ প্রত্যাহার করে ভূমি কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির দাবি জানান।
নেত্রকোণায় ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেল স্থগিতাদেশ প্রত্যাহার, নিয়োগ পদোন্নতি ও বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে রেলী ও স্মারকলিপি প্রদান করে নেত্রকোণা ভূমি অফিসার্স কল্যাণ সমিতি।
মুন্সীগঞ্জ সদর উপজেলা চরকেওয়ার ইউনিয়নে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে কৃষি জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে ভুক্তভোগী কৃষকরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।