বিপ্লবের মধ্যদিয়ে জনগণের প্রকৃত মুক্তি মিলবে: ডা. জাফরুল্লাহ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হেফাজতে ইসলামসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিপ্লবের মধ্যদিয়ে জনগণের প্রকৃত মুক্তি মিলবে বলেও মন্তব্য করেন তিনি।
বিকেলে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আরো বলেন, হেফাজতের হরতাল ডাকার অধিকার থাকলেও যানবাহন ভাঙ্গার অধিকার নেই।২০১৮ সালের নির্বাচনে সরকারকে অবৈধ ফসল তুলতে প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করেছেন। অন্যের দয়ায় রাষ্ট্র পরিচালনা না করে নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। বিচক্ষণতার সাথে দেশ পরিচালনা না করলে জনগণের রোষানলে পড়ার আশঙ্কাও রয়েছে বলে উল্লেখ করেন ডা.জাফরুল্লাহ চৌধুরী।
























