বিপিএলের মেগা ফাইনাল আগামীকাল
- আপডেট সময় : ০৮:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের মেগা ফাইনাল আগামীকাল। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুরে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে খেলেছে চট্টগ্রাম রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বন্দর নগরীর দলটি। তাই শেষ ম্যাচের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে শিরোপা জিততে চায় বিসিবির দল চট্টগ্রাম। তবে ফাইনালের আগে অনুশীলন করেছে তারা। বোলিংয়ে গাম জরিয়েছেন অধিনায়ক শেখ মেহেদী, তানভীর ইসলাম, শরীফুলরা। নেটে ব্যাটিং করেছে মাহমুদুল হাসান জয় হাসান নওয়াজরা। অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্সও এবারের বিপিএলে খেলছে দুর্দান্ত। দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেটকে ১২ রানে হারিয়ে ফাইনালে এসেছে নাজমুল শান্তর দল। তবে ম্যাচের আগের দিন টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছে রাজশাহী। শেষ ম্যাচে সিলেটকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে ক্রিকেটাররা। দারুন ছন্দে আছে জিমি নিশাম ও কেন উইলিয়ামসনরা।




















