বিপিএলের ফরচুন বরিশালের হয়ে শিরোপা এনে দিতে চান দেশ সেরা অলরাউন্ডার সাকিব
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
বিপিএলের ফরচুন বরিশালের হয়ে শিরোপা এনে দিতে চান দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বরিশালের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এবারের আসর নিয়ে প্রত্যাশার কথা জানান সাকিব।
গেইল-ব্রাভোদের নিয়ে বেশ ভারসাম্য দল হয়েছে বলেও মত সাকিব আল হাসানের। বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজনও আশাবদী চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে। দলের খেলোয়াড়গন ছাড়াও জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লিগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। এছাড়া উপস্থিত ছিলেন আবুল হাসনাত আব্দুল্লাহ এমপিসহ ফরচুন বরিশাল দলের চেয়ারম্যান ও কর্মকাতারা।






















