বিপর্যয়ের মুখে পড়েছে বগুড়ার পাঁচ শতাধিক কিন্ডার গার্টেন স্কুল

- আপডেট সময় : ০১:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনার প্রভাবে বিপর্যয়ের মুখে পড়েছে বগুড়ার পাঁচ শতাধিক কিন্ডার গার্টেন স্কুল। আয় না থাকায় ১০ হাজারেরও বেশি শিক্ষক-কর্মচারি এখন দিন কাটছে চরম কষ্টে। ছুটি আরো দীর্ঘায়িত হলে প্রতিষ্ঠান টিকবে কি না এ নিয়ে সংশয়ে আছেন তারা ।
সরকারের পাশাপাশি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে কিন্ডার গার্টেন স্কুল। আধুনিক পরিবেশে যত্নসহকারে পড়ানো হয় শিশুদের। শিক্ষার্থীদের বেতনেই চলত স্কুলগুলো। কিন্তু করোনার থাবায় সেই স্কুলগুলোই এখন পুরোপুরি বন্ধের পথে। বাড়ি ভাড়া,শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাসহ খরচ চালাতে পারছেন না এর উদ্যোক্তারা। ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান।
শিক্ষকদের অনেকেই চলে গেছেন অন্য পেশায়। আবার বেতন না পেয়ে কেউ কেউ কাটাচ্ছেন মানবেতর জীবনযাপন। স্কুল বন্ধ করে মালপত্র গ্রামে নিয়ে যাচ্ছে অনেকেই।
স্কুলগুলোতে সরকারি সহযোগিতার দাবি করলেন এই নেতা । ভালো মানের স্কুলগুলোকে টিকিয়ে রাখতে সরকারী প্রণোদনা চান শিক্ষক -কর্মচারিরা।