বিনা ভোটে পঞ্চম ধাপে সিরাজগঞ্জে ১১ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টিতেই চেয়ারম্যান পদে ভোটের দরকার হচ্ছে না। বিনা ভোটে চেয়ারম্যান পদে জয়ী হওয়ার ধারাবাহিকতা ইউপি নির্বাচনের পঞ্চম ধাপেও অব্যাহত রয়েছে।
এ ধাপেও অন্তত ২৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটের প্রয়োজন পড়ছে না। এসব ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান হতে যাওয়া সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। পঞ্চম ধাপের ৭০৭টি ইউনিয়নে ভোট হবে আগামী ৫ জানুয়ারি। এর আগে প্রথম ধাপে ৪৩ট, দ্বিতীয় ধাপে ৭৬, তৃতীয় ধাপে ১শ’ এবং চতুর্থ ধাপে ৪৮টি ইউনিয়নে ভোট ছাড়াই চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। পঞ্চম ধাপের নির্বাচনে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টিতেই চেয়ারম্যান পদে ভোটের দরকার হচ্ছে না।