বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে সেনাবাহিনী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বিধিনিষেধ বাস্তবায়নে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী।
প্রতিদিনের মতো রোববার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিধিনিষেধ মানাতে টহল দেয় তারা। জনসাধারণকে বিধিনিষেধ মেলে চলার পাশাপাশি করোনায় স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়ার আহবান জানান সেনা সদস্যরা। এতে অংশ নেন আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল আব্দুলাহ ইবনে যায়েদ ও কোম্পানী কমান্ডার মেজর নার্গিস। এছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন।