বিধিনিষেধের মধ্যেও নৌরুটে রাজধানীমুখী যাত্রীদের ভীড়

- আপডেট সময় : ১২:১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সর্বাত্মক বিধিনিষেধের মধ্যেও মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে রাজধানীমুখী যাত্রীদের ভীড় দেখা গেছে। সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের ৫ম দিনেও লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। তবে নদী পারাপারে সকাল থেকে ফেরিতে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো।
ফলে গাদাগাদি করে যাত্রীরা পদ্মা পাড়ি দিচ্ছেন। একইভাবে বাংলাবাজার ঘাট থেকে দক্ষিনাঞ্চলের যাত্রীরাও বাড়ি ফিরছেন। মাস্ক ব্যবহারে তেমন সচেতনতা দেখা যায়নি। অতিরিক্ত যাত্রীদের চাপের কারণে উপেক্ষিত ছিল বিধিনিষেধ। এদিকে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্রোতের গতিও বৃদ্ধি পেয়েছে। এতে ফেরি পারাপারে আগের চেয়ে দ্বিগুণ সময় ও অতিরিক্ত জ্বালানি ব্যয় হচ্ছে। ঘাটে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল সীমিত আকারে ৯টি ফেরি চলাচল করছে। ফেরিতে পণ্যবাহী ট্রাক, এ্যাম্বুলেন্সসহ জরুরী গাড়ি পারাপারের কথা থাকলেও এদিন সকাল থেকেই প্রতিটি ফেরিতে পণ্যবাহী ট্রাকের সাথে ব্যাক্তিগত গাড়ি ও যাত্রীরা পারাপার হচ্ছে।