বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
 - / ১৮৬৮ বার পড়া হয়েছে
 
গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জামালপুরের মনোয়ার হোসেন, নোয়াখালীর পাভেল ও একই জেলার পিয়াস।
স্থানীয়রা জানান, সকালে ওই এলাকার স্কাইনিস পাওয়ার কোম্পানি নামের বহুতল ভবনে নির্মাণ কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় বৈদ্যুতিক তারেও দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকে। ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মারাত্ম দগ্ধ হয়ে ভবন থেকে নীচে পড়ে যান তিন শ্রমিক। সংবাদ পাওয়ার পর শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করে।
																			
																		
















