বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ১৮৭১ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। সকালে জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মখলেছ মিয়ার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। একই পরিবারের শিশুসহ পাঁচ জন বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মোখলেছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন ফয়জুর রহমান , শিরিন বেগম , সামিয়া , সাবিনা, সায়েম উদ্দিন । আহত সোনিয়া আক্তারকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।