বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণায় বিপাকে উত্তরাঞ্চলের চালকল ব্যবসায়ীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ১৮৮৪ বার পড়া হয়েছে
বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণায় বিপাকে উত্তরাঞ্চলের চালকল ব্যবসায়ীরা। বিদ্যুৎ নির্ভরতায় বাড়বে উৎপাদন খরচ। ফলে প্রভাব পড়বে ধান-চালের বাজারে।
নওগাঁয় অটো ও হাসকিং মিলিয়ে চালকল প্রায় সাড়ে ৭’শ। প্রতিদিন উৎপাদন হচ্ছে লাখ টন চাল। পুরোটাই নির্ভর করতে হচ্ছে বিদ্যুতের উপর। মালিকরা বলছেন, বিদ্যুতের দাম বাড়লে সব মিলিয়ে প্রভাব পড়বে চালের দরে।
চাষিদের অভিযোগ, দিন দিনই খরচ বাড়ছে চাষাবাদে। কিন্তু খরচের তুলনায় বাড়ছে না ফসলের দাম। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় উত্তরাঞ্চলের কৃষক।
আধুনিক পদ্ধতিতে চাষাবাদে আগহ্র বাড়ানোর তাগিদ কৃষি বিভাগের। বলছেন, সেচের পানি কম ব্যবহারে পরামর্শ কর্মকর্তাদের।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় এবার বোরো’র আবাদ হয়েছে প্রায় ২ লাখ হেক্টর জমিতে।





















