বিদ্যমান আইনে নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া : আইনমন্ত্রী

- আপডেট সময় : ০৯:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিধান অনুসারে সরকারি ২৯টি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে তথ্য পরিকাঠামো ঘোষণায় উদ্বিগ্ন হবার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শিগগির এ বিষয়ে ব্যাখ্যা তুলে ধরা হবে বলেও জানান তিনি। বিদ্যমান আইনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই বলেও জানান আনিসুল হক।
তথ্য পরিকাঠামো হলো কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক, যেখানে তথ্য সংরক্ষণ করা হয়।
চলতি মাসের ২ অক্টোবর তথ্যের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ১৮-র ১৫ ধারা অনুযায়ি সরকারি ২৯টি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করে সরকার।
আইন অনুসারে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনিভাবে প্রবেশ এবং ক্ষতি সাধনে ৭ থেকে ১৪ বছর কারাদণ্ড বা সর্বোচ্চএক কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডই দেওয়া যাবে।
এমন পরিস্থিতিতে সরকারের এই উদ্যোগ প্রশ্নবিদ্ধ মন্তব্য করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আমুল সংশোধনের দাবি জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ– টিআইবি।
প্রজ্ঞাপন পরবর্তি ৮ম দিনে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষন ইন্সটিটিউটে সাংবাদিকদের মুখোমুখি আইনমন্ত্রী।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপপ্রয়োগ থেকে সরকার শিক্ষা নিয়েছে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে আইনি ব্যাখ্যা দেন আনিসুল হক।