বিদেশে বিএনপির লবিস্ট নিয়োগের অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বিদেশে বিএনপির লবিস্ট নিয়োগের অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সকালে ৮৬তম জন্মদিন উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন দাবি করেন তিনি। খন্দকার মোশাররফ বলেন, বিভিন্ন অনিয়ম-অপকর্ম থেকে দৃষ্টি সরাতে সরকার উদ্দেশ্যমূলকভাবে এসব করছে। আওয়ামী লীগই গত ১৪ বছর ধরে লবিস্ট নিয়োগ করে আসছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার বঞ্চিত করা মানবাধিকারের চরম লঙ্ঘন। তাই জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন জাতীয় নির্বাচনে অংশ নেবে না বিএনপি।