বিদেশী বিনিয়োগ বাড়াতে গণতন্ত্র, সুশাসনসহ ৫ বিষয়ে মনযোগী হবার পরামর্শ মর্কিন রাষ্ট্রদূতের

- আপডেট সময় : ০৮:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বিদেশী বিনিয়োগ বাড়াতে হলে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতাসহ ৫টি বিষয়ে বাংলাদেশকে মনোযোগী হবার পরামর্শ দিয়েছেন মর্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আর ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, ইউরোপীয় রাষ্ট্রগুলোতে পণ্যের শুল্কমুক্ত রপ্তানী সুবিধা বহাল রাখতে বাংলাদেশকে দুর্নীতি রোধ, রাজনৈতিক স্বাধীনতা এবং জাতিসংঘ ঘোষিত মানবাধিকার নীতির পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানে তারা এসব বলেন।
রাজধানীর হোটেল সোনারগাঁও-এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ। এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক, কূটনৈতিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
এলডিসি থেকে উত্তরণের পর ইউরোপে পন্যের শুল্কমূক্ত সুবিধা ধরে রাখতে বাংলাদেশের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা তুলে ধরেন ইউই রাষ্ট্রদূত।
প্রধান অতিথি মার্কিন রাষ্ট্রদূত বলেন, বিদেশি বিনিয়োগের প্রশ্নে ৫টি বিষয়ের উন্নতি করতে হবে বাংলাদেশকে।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
ডিজিটাল প্লাটফর্মের জন্য উপাত্ত সংরক্ষণ আইন প্রনয়নে সরকারের নেয়া উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পিটার হাস।