বিদেশীদের কাছে ধর্না দিয়ে সরকার রাজনীতি করে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ১৭৬৯ বার পড়া হয়েছে
অন্য কোনো দেশের নীতির কাছে নতি স্বীকার করে, জনগণের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্তে সরকার যাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশীদের কাছে ধর্না দিয়ে সরকার রাজনীতি করে না । নির্বাচনকে সামনে রেখে কোন দেশের রাষ্ট্রদূত কূটনৈতিক দায়িত্বের বাহিরে গিয়ে কাজ করলে সরকার ব্যবস্থা নিবে বলে জানান তিনি।
বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লেখা ৬ মার্কিন কংগ্রেসম্যানের চিঠি প্রসঙ্গে তাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করবে বলেও জানান শাহরিয়ার আলম।
বাংলাদেশের ও মার্কিন সম্পর্কে যেখানে ছিল এখনো সেখানে আছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমেরিকার ভিসা নীতি অন্যদেশ অনুসরণ করবে কিনা সময়ের সাথে তা পরিষ্কার হবে বলে মন্তব্য করেন তিনি।
























