বিদেশি শ্রম বাজারকে সুরক্ষা না দিলে, বিপর্যস্ত হবে দেশের অর্থনীতি

- আপডেট সময় : ০৯:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
চলমান ডলার সঙ্কটের মাঝে সরকার বিদেশি শ্রম বাজারকে সুরক্ষা দিতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি বিপজ্জনক পর্যায়ে যাবে। এমন শঙ্কা প্রকাশ করে, সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীসহ অভিবাসন বিশেষজ্ঞরা। দুপুরে ‘বায়রা সিন্ডিকেট বিরোধী মহাজোট’ এর গোল টেবিল আলোচনায় এ সব কথা বলেন তারা। লোক পাঠাতে ২৫টি এজেন্সী ঠিক করে মালয়েশিয়া সরকারের দেয়া চাহিদাপত্রকে ‘স্বেচ্ছাচারি এবং অনৈতিক’ বলেও দাবি করা হয়।
শিল্পোন্নত ও মুক্তবাজার অর্থনীতির কারণে, বাংলাদেশের অভিবাসন শ্রমিকদের অন্যতম পছন্দের গন্তব্য- মালয়েশিয়া।
তবে সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠানোয় পাঁচ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, এমন অভিযোগে ২০১৮ সালে জি-টু-জি প্লাস পদ্ধতি বাতিল করে মাহাথির সরকার।
সবশেষ গেলো ১৯ ডিসেম্বর লোক পাঠাতে ২৫টি এজেন্সী ও ২৫০ রিক্রুটিং এজেন্সীর নাম বেঁধে দিয়ে আবার সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করে মালয়েশিয়া।
এমন বাস্তবতায় বায়রা আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তাদের অভিযোগ, কতিপয় সিন্ডিকেট অভিবাসন খাত ধ্বংসের ষড়যন্ত্র করছে।
বায়রা কেন সেই ২৫টি এজেন্সীর নাম প্রকাশ করেনি? সেই প্রশ্নও তোলেন তারা।
ব্যবসায়ীরা একতাবদ্ধ নয় বলেই সিন্ডিকেট শক্তিশালী হচ্ছে বলে মত দেন প্রধান অতিথি।
শ্রমিক পাঠাতে অটোমেশন পদ্ধতি প্রয়োগের পাশাপাশি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।