বিদেশিদের কাছে কনটেইনার টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতী
- আপডেট সময় : ০৬:৪৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বিদেশিদের কাছে কনটেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মচারী ও বেসরকারি শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে। ব্যাহত হচ্ছে জাহাজ থেকে কনটেইনারে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম। প্রতিদিন আট ঘণ্টা কর্মবিরতি অব্যাহত রাখার কথা জানিয়েছে আন্দোলনকারীরা।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকা এ কর্মবিরতির কারণে বন্দরে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কর্মসূচিতে বন্দরের স্থায়ী কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা অংশ নেন।
শনিবার সকাল থেকে বন্দরের বিভিন্ন গেইটে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। শ্রমিকরা এনসিটি টার্মিনাল বিদেশিদের দেওয়ার প্রক্রিয়াকে জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়ে, তা অবিলম্বে বাতিলের দাবি জানান।
শ্রমিক নেতারা জানান, হাইকোর্টের রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে সরকার গুরুত্বপূর্ণ এই টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দিতে চাইছে। এটি কেবল বন্দরের সক্ষমতার প্রশ্ন নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি।
একইভাবে আট ঘণ্টা কর্মবিরতি অব্যাহত রাখার কথা জানিয়েছে আন্দোলনকারীরা।




















