বিদুৎ পেয়ে বিকল্প কর্মসংস্থানে ঘুরে দাঁড়িয়েছেন পটুয়াখালীর চরাঞ্চলের মানুষ
- আপডেট সময় : ০২:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
সারা দেশে শতভাগ বিদ্যুৎ সংযোগ দেয়ার মাইল ফলক স্পর্শ করলো বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বৃদ্ধি পাওয়ায় শহর এলাকা থেকে বিদায় নিয়েছে লোডশেডিং শব্দটি। বিদুৎ পেয়ে বিকল্প কর্মসংস্থানে ঘুরে দাঁড়িয়েছেন পটুয়াখালীর চরাঞ্চলের মানুষ।
একটা সময় ছিলো যখন বিদ্যুতের সংযোগ পাওয়া ছিল সোনার হরিণ। আর প্রত্যন্ত চর অঞ্চলে ত ছিল অবিশ্বাস্য। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং মুজিব শতবর্ষের অঙ্গীকার হিসেবে এখন পটুয়াখালীর দূর্গম চরাঞ্চলসহ দেশের সব এলাকায় পৌঁছে গেছে বিদ্যুত।
পটুয়াখালীতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে জন্য দেশ এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। ফলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানে আসতে চলেছে উল্লেখযোগ্য পরিবর্তন। এলাকার অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে ব্যাপক পরিবর্তন এসেছে।
তফাতটা বোঝা যায় বেশ ভালোভাবেই। হারিকেন কিংবা কুপির জায়গা নিয়েছে বিদ্যুতের আলো। উৎসাহে শিক্ষার্থীরা বই খাতা নিয়ে বসছে আগ্রহের সঙ্গে।
দুর্গম চরাঞ্চলগুলোতে সাবমেরিন ক্যাবলে দেয়া বিদ্যুৎ সংযোগে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাবে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী।
উন্নয়নের ইতিবাচক প্রভাব সংসদ নির্বাচনের ফলাফলে পড়বে বলে মনে করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা।
২১ মার্চ পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।










