বিদায়ী ইসির শেষ নির্বাচনেও সহিংসতা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন ইসির শেষ নির্বাচনেও হয়েছে সহিংসতা। বর্তমান ইসির তত্ত্বাবধানে অষ্টম ধাপে ৫ জেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। সকাল ৮ টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
কয়েকটি দুর্গম চরাঞ্চল ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়তি সতর্কতা নিয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী প্রশাসন।
অষ্টম ধাপে ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়নে ভোটগ্রহণ শেষে চলছে গণনা।
ঢাকার কেরানীগঞ্জের তারাগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী, নোয়াখালীর হাতিয়ার সুখচর ও নলচিরা, সুবর্ণচরের চর-জব্বর ও চর-জুবলি ইউনিয়নে ভোট শেষে এখন চলছে গণনা।
চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রেব। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, কয়েক রাউন্ড গুলি ও খোসা জব্দ করা হয়।










