বিতর্কিত ব্যক্তিকে উপদেষ্টা না করার পরামর্শ মির্জা ফখরুলের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ১৭৬৭ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিতর্কিত কোন ব্যক্তিকে অর্ন্তবর্তী সরকারে নেয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে চিন্তা করতে হবে। যাতে নতুন করে বিতর্কের সৃষ্টি না হয়।
দুপুরে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় উপদেষ্টা নিয়োগ নিয়ে রাজপথে আন্দোলনের বদলে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহবান জানান তিনি। রংপুর জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবীব দুলুর সভাপতিতে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশে ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামুসহ কেন্দ্রীয় নেতারা। টুর্নামেন্টে অংশ নিচ্ছে, রংপুর বিভাগের ৮ জেলাসহ, রংপুর মহানগর, সৈয়দপুর জেলা বিএনপি’র ফুটবল দল।