বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ অব্যাহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ১৬১৯ বার পড়া হয়েছে
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিকে, বিতর্কিত আইনটির বিরুদ্ধে স্লোগান দিয়ে নববর্ষ উদযাপন করেছে দিল্লিতে সাধারণ মানুষ।
মঙ্গলবার নববর্ষের মধ্যরাতে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানাতে শিশুসহ কয়েক হাজার নারী পুরুষ জমায়েত হয় রাজধানী দিল্লির দক্ষিণের শাহীন বাগে। অন্যদিকে, একই ধরনের আয়োজনে মাধ্যমে নববর্ষকে স্বাগত জানিয়েছে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মঙ্গলবার একটি প্রস্তাব পাস হয়েছে কেরালার বিধানসভায়। এতো প্রতিবাদের সত্ত্বেও বিতর্কিত আইনটি কার্যকরে অনড় মোদি সরকার এবার অনলাইনে নাগরিকত্ব প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা ভাবছে। ১২ ডিসেম্বর বিতর্কিত আইন পাসের পর থেকেই বিক্ষোভে উত্তাল ভারত।






















