বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬১৭ বার পড়া হয়েছে
বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে রাজধানী ঢাকার নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে রাজধানীর মানিকদির ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন মাঠে ক্যান্টমেন্ট থানা আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। এসময় পুলিশ জনতা জনতাই পুলিশ উল্লেখ করে তিনি বলেন, পুলিশের সেবা সকলের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করছে এ সংস্থা। তিনি বলেন, করোনার এ সময়ে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সকল নাগরিককে উজ্জীবিত রাখতে হবে। রাজধানীর বাড়ী-মালিকদের ভাড়াটিয়ার তথ্য দিয়ে পুলিশের কাজে সহযোগিতা করার আহবান জানান তিনি। এর আগে তথ্য সংগ্রহে নাগরিকদের আকৃষ্ট করতে একটি রেলি বের করা হয়।
















