বিজয়ের ৫০ বছর পরও শোষন-বৈষম্যহীন সমাজ গড়ে তোলা যায়নি : জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
নেতৃত্বের দুর্বলতার কারণে বিজয়ের ৫০ বছর পরও শোষন-বৈষম্যহীন সমাজ গড়ে তোলা যায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নেতিবাচক রাজনীতির চর্চা, ধনী-গরীব শ্রেণিবিভেদ ও দেশের টাকা বিদেশে পাচার হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনা মূল্যায়িত হয়নি বলে দাবি করেন তিনি। সকালে রাজধানীর উত্তরায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, বৈষম্য ও শোষন-অনিয়মমুক্ত দেশ গঠনে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে। মা-বোনেরা সম্ভ্রম। অথচ, আজও সেই চেতনা বাস্তবায়িত হয়নি বলে ক্ষোভ জানান, জিএম কাদের।