বিজয়ের পঞ্চাশ বছরেও বীর শহীদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি : জিএম কাদের

- আপডেট সময় : ০৭:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বিজয়ের পঞ্চাশ বছরেও বীর শহীদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়্যারমান জিএম কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণ আর স্বজনপ্রীতির মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে দেশকে বিচ্যুত করেছে। সকালে রাজধানীর জুরাইনে শ্যামপুর ও কদমতলী জাতীয় পার্টি থানা আয়োজিত বিজয় সমাবেশে জিএম কাদের আরো বলেন, ক্ষমতাসীনরা ইউপি নির্বাচনেও প্রতিপক্ষ প্রার্থীদের মাঠে দাঁড়াতে দিচ্ছে না।
বিজয় দিবস উপলক্ষে রাজধানীর জুরাইন রেলগেটে শনিবার বিজয় সমাবেশ ও পতাকা মিছিলের করে শ্যামপুর ও কদমতলী থানা জাতীয় পার্টি । মিছিলে-সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সভাপতিত্ব করেন দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।
জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না বলে সমাবেশে মন্তব্য করেন সৈয়দ আবু হোসেন বাবলা।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ১৯৯০ সালের পর আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণ আর স্বজনপ্রীতির মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে দেশকে বিচ্যুত করেছে। তাই ৫০ বছর পরও স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হয়নি।
ক্ষমতাসীনরা ইউপি নির্বাচনেও প্রতিপক্ষ প্রার্থীদের মাঠে দাঁড়াতে দিচ্ছে না। জাতীয় পার্টির প্রার্থীদের মারধর করছে, প্রশাসনের সহায়তায় প্রার্থীতা প্রত্যাহার করতে চাপও দিচ্ছে। আবার ঠুনকো কারণে বিরোধী দলীয় প্রার্থীদের প্রার্থীতা বাতিল করা হচ্ছে।
সমাবেশ শেষে বিজয় সমাবেশ ও পতাকা মিছিল হয়। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে মিছিলটি জুরাইন রেলগেইট থেকে শুরু হয়ে রাজধানীর ধোলাইপাড় হয়ে আবারও জুরাইন রেলগেইট গিয়ে শেষ হয়।