বিজিবির সদস্যদের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলা মেনে দেশের দায়িত্ব পালন করতে হবে

- আপডেট সময় : ০১:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজিবির সদস্যদের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলা মেনে দেশের দায়িত্ব পালন করতে হবে। কখনো চেইন অব কমান্ড বা শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। বিজিবি দিবস ২০২১ উপলক্ষ্যে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
বিজিবি দিবস-২০২১ উপলক্ষ্যে সকালে পিলখানাস্থ বিজিবি সদর দফতরে এই অনুষ্ঠানেরে আয়োজেন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেব গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। বিজিবির জল-আকাশ-স্থল সীমান্তে সুরক্ষা দেয়ার সক্ষমতা অর্জন করেছ বলে জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, চেইন অফ কমান্ড মেনে বাহিনীর শৃঙ্খলা রক্ষায় সবাইকে সতর্ক থাকে হবে। মানুষের আস্থা অর্জন করে জনগনের সেবা করতে হবে।
২০৪১ সালের মধ্যে বিজিবি’র সদস্য সংখ্যা ৯২ হাজারে উন্নীত করার পরিকল্পনা সরকারের আছে বলে জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রীর বক্তব্যের শেষে পিলখানাস্থ বিজিবি সদর দফতরের প্যারেড গ্রাউন্ডে শুরু হয় বিজিবি দিবসের কুচকাওয়াজ। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম সহ অনেকিই।