বিজয় দিবসকে সামনে রেখে ফুলের ভালো দাম পাচ্ছেন গদখালীর ফুল চাষীরা
- আপডেট সময় : ০৩:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৫ বার পড়া হয়েছে
বিজয় দিবসকে সামনে রেখে মৌসুমের প্রথম বাজারে ফুলের ভালো দাম পাচ্ছেন যশোরের গদখালীর ফুল চাষীরা। চাহিদা থাকায় আসছে ইংরেজি নববর্ষের বাজার নিয়েও আশাবাদী তারা। এভাবে দাম পেলে এ বছর লাভবান হতে পারবেন বলে মনে করছেন। পাশাপাশি, ফুলচাষীদের প্রত্যাশা বিজয় দিবসকে সামনে রেখে তারা ৫ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন।
গেলো কয়েক মাসের অমানষিক পরিশ্রমের ফসল। যশোরের গদখালীর মাঠে মাঠে এভাবে ফুটেছে গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিউলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্র মল্লিকাসহ নানা জাতের ফুল।
বাজারে গোলাপ বিক্রি হয়েছে প্রতি পিস ৫ থেকে ৭ টাকা। গ্লাডিওলাস কালার ভেদে ৬ থেকে ১৪, জারবেরা ৮ থেকে ১২ , রজনীগন্ধা ৫ থেকে ৭, একশ’ পিস চন্দ্রমল্লিকা ২শ’ থেকে ৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। এক হাজার হলুদ গাঁদা ৪শ’ ও বাসন্তি কালারের গাঁদা ফুল বিক্রি হচ্ছে ৬শ’ টাকা দরে। বেশ কয়েক মাস ধরে বাজার ভালো যাচ্ছে, সামনে ইংরেজি নববর্ষ তো আছেই।
এবারের ফুলের বাজার মূল্য নিয়ে খুশি ব্যবসায়ীরাও।
এদিকে, বিজয় দিবসকে সামনে রেখে কোটি-কোটি টাকার ফুল বিক্রি স্বপ্ন ব্যবসায়ীদের।
কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় দেড় হাজার হেক্টর জমিতে ১৩ ধরণের ফুলের চাষ করেন চাষীরা।




















