বিচার বিভাগের উপর সরকারের কোন হস্তক্ষেপ নেই : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
স্বাধীন বিচার বিভাগের উপর সরকারের কোন হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সকালে আশুলিয়ার শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক কর্মশালায় যোগ দিয়ে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয় সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। কর্মশালায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।