বিকল্প নেশায় ঝুঁকছে বগুড়ার যুব সমাজ

- আপডেট সময় : ০৮:১৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ইয়াবা, হিরোইন ও ফেনসিডিলের দাম বেড়ে যাওয়ায় এবার ব্যথানাশক ট্যাবলেট খেয়ে বিকল্প নেশায় ঝুঁকছে বগুড়ার যুব সমাজ। দিন দিন বাড়ছে এর চাহিদা। এখন ওষুধের দোকানগুলোতে এসব কিনতে ভিড় করছে মাদকসেবীরা।
ক্যান্সারসহ দুরারোগ্য রোগে ব্যথানাশক হিসেবে যেসব ওষুধ প্রয়োগ হয়, সেগুলোই এখন ব্যবহার হচ্ছে নেশায়।আগুনে পুড়িয়ে ধোঁয়া নিয়ে এসব ওষুধ্রই নেশা করছে মাদকাসক্তরা। টাপেন্টা, লোপেন্টা, পেন্টাডল, ৫০, ৭৫ ও একশ’ মিলিগ্রাম ট্যাবলেট কিনে নেশা করছে তারা। ১৪ থেকে ১৫ টাকার প্রতিটি ট্যাবলেট এখন বিক্রি হচ্ছে একশ’ টাকার বেশি দামে।
বাজারে সহজেই মিলছে এসব ওষুধ। আবার ওষুধ কিনতে নানা কৌশল করছে মাদকসেবীরা।এদিকে, মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে, জানালেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের এই কর্মকর্তা। নতুন এ নেশা বন্ধে এখনই কঠোর ব্যবস্থা নেয়া দরকার বলে মনে করেন এ অঞ্চলের মানুষ।