বিএফইউজে’র প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ১৮৮৭ বার পড়া হয়েছে
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় দশম ওয়েজ বোর্ডের ঘোষণা এবং ওয়েজবোর্ড বাস্তবায়নে মালিকপক্ষের টালবাহানার সমালোচনা করেন সাংবাদিক নেতারা। বক্তারা অভিযোগ করেন, দেশে অনেক টেলিভিশন এবং সাংবাদপত্রের সংখ্যা বাড়লেও মানের বৃদ্ধি ঘটেনি। বরং মালিক পক্ষের অপেশাধারী আচরণে কঠিন হয়ে দাড়িয়েছে সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। সম্মেলনে প্রধানমন্ত্রী, সারাদেশের সাংবাদিকদের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য দেবেন বলে নিজেদের প্রত্যাশা তুলে ধরেন বিএফইউজে নেত্রীবৃন্দ। এসময় জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এসময় টেলিভিশন সাংবাদিকরা কবে ওয়েজবোর্ডের আওতায় আসবে সরকার প্রধানের প্রতি সেই প্রশ্নও রাখেন জ্যেষ্ঠ সাংবাদিকরা।