বিএনপি রাষ্ট্রপতির সংলাপের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
বিএনপি রাষ্ট্রপতির সংলাপের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতেই তারা ষড়যন্ত্র করছে বলে মনে করেন তিনি।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পোস্টার সাংস্কৃতিক সংসদ আয়োজিত দিন বদলের মেলা অনুষ্ঠানে একথা বলেন তথ্যমন্ত্রী। বিএনপি-জামায়াত দেশে-বিদেশে লবিষ্ট নিয়োগ করে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। ড. হাছান মাহমুদ আরও বলেন, দেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চায় বিএনপি। দেশকে উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে তাদের হঠকারি ও অপরাজনীতি বন্ধ করা জরুরি বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।