বিএনপি মুখে লাগাম না টানলে আইনিভাবে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে : আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বিএনপি মুখে লাগাম না টানলে আইনিভাবে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন- আইনমন্ত্রী আনিসুল হক।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি. আলী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে বিএনপি অনেক ষড়যন্ত্র করেছে। ড. ইউনূস ও ড. কামাল হোসেন মিলে বিশ্ব ব্যাংকের টাকা বন্ধে ষড়যন্ত্র করেন। সভায় জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশ আর পচাত্তরে ফিরে যাবে না। আর কোন ১৫ আগস্টও ঘটতে দেওয়া হবে না। ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেয়া হবে বলে হুশিয়ারি দেন আইনমন্ত্রী আনিসুল হক।