বিএনপি মানুষের পাশে দাঁড়ানোর বদলে সরকারের দোষ খুঁজতেই ব্যস্ত: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০১:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
- / ১৬২২ বার পড়া হয়েছে
বিএনপি প্রান্তিক পর্যায়ে মানুষের পাশে দাঁড়ানোর বদলে সরকারের দোষ খুঁজতেই ব্যস্ত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মিথ্যা অভিযোগ করে নিজেদের ব্যর্থতা ঢাকার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন ওবায়দুল কাদের ।
ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন মিথ্যাও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক । তিনি বলেন, তাদের এ অভিযোগের কোন তথ্য প্রমাণ নেই। সড়ক পরিহন মন্ত্রী আরো বলেন, বিএনপিকে নিষ্ক্রিয় করার জন্য তারা নিজেরাই যথেষ্ট,তাদের নেতিবাচক রাজনীতির জন্য আজ তাদের এই পরিনতি। করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষিত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। ত্রাণ বিতরণের নামে কোন ধরনের বৈষম্য চলবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,দলমত নির্বিশেষে সবার জন্য ত্রান সুবিধা নিশ্চিত করতে হবে। চাল চোরদের ক্ষমা নেই বলেও জানান তিনি ।