বিএনপি বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৩৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বিএনপি বিদেশীদের কাছে কেবলই নালিশ জানায় অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ জানে, কারা বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। অনিয়ম করে যেসব আওয়ামী লীগ নেতা- দলীয় প্রার্থী করতে কেন্দ্রে সুপারিশ পাঠাচ্ছে- তাদের সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।
নিজ বাসভবনে সমসাময়িক রাজনীতি আর দলের সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোন বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হবে না বলেও সাফ মন্তব্য তার। যারা অনিয়ম করে প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠাচ্ছে, তাদের বিষয়েও হুশিয়ারি দেন ওবায়দুল কাদের।বাংলাদেশকে নতজানু রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে ওবায়দুল কাদের বলেন,আওয়ামী লীগ নয়, বিএনপিই বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়।
বিএনপির গণ-আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তাদের গণ-আন্দোলনের আহবান মানুষ অতীতের মত সাড়া দেবে না। এদিকে, রাজধানীতে শেখ রাসেল দিবস উপলক্ষে এক আলোচনায় যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলো জিয়াউর রহমান।
বিএনপির নেতারা একজন খুনীর দলের রাজনীতি করে বলেও অভিযোগ করেন সরকারের এই মন্ত্রী।