বিএনপি নেতাদের বিদ্যুৎ নিয়ে কথা বলার অধিকার নেই : ড. হাছান মাহমুদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বিদ্যুতের দাবিতে আন্দোলনরত জনতার বুকে গুলি চালানো বিএনপি নেতাদের বিদ্যুত নিয়ে কথা বলার অধিকার নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ
বিকেলে চট্টগ্রামের দেওয়ানজি পুকুরপাড়ের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন। অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রদেশে ১৫ থেকে ১৮ ঘন্টা লোডশেডিং হচ্ছে বলে আবারো দাবি তরেন তথ্যমন্ত্রী। বলেন, চার দেয়ালের ভেতরে বসে সরকারের সমালোচনা করতে গিয়ে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে অজ্ঞাত রয়েছে বিএনপি নেতারা। জ্বালানী তেলের দাম বাড়ায় ভর্তুকি কমাতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ি হতে জনগনের প্রতি আহবান জানান ড. হাছান মাহমুদ। পদ্মাসেতুসহ সড়ক পথের উন্নয়নের কারনে অন্য যে কোন সময়ের চেয়ে এবারের ঈদ যাত্রা এবং কর্মস্থলে ফেরা স্বস্তিদায়ক বলেও মন্তব্য করেন তিনি।